ইসরায়েল-হামাস যুদ্ধ নিয়ে ম্যাডোনা, মানুষ কিভাবে এত নিষ্ঠুর হতে পারে?

0

গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতা থামছেই না। প্রতিদিনই বহু মানুষের প্রাণহানি হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় চার হাজার মানুষের প্রাণ গেছে। অন্যদিকে, হামাসের হামলায় এক হাজার ৪০৩ ইসরায়েলির প্রাণ গেছে। এই সংঘাত কোথায় গিয়ে শেষ হবে তা নিয়ে শঙ্কা রয়েছে। এ যুদ্ধের পক্ষে-বিপক্ষে দুই ভাগে বিভক্ত বিশ্ব। কেউ কেউ প্রকাশ্যে সমর্থন করছেন ইসরায়েলকে। কেউ কেউ সমর্থন জানাচ্ছেন ফিলিস্তিনিদের।

এবার ইসরায়েল-ফিলিস্তিনি চলমান সংকটের বিষয়ে প্রতিক্রিয়া জানালেন আমেরিকান পপ তারকা ম্যাডোনা। দীর্ঘদিনের অসুস্থতা কাটিয়ে সম্প্রতি মঞ্চে ফিরেছেন এই গায়িকা। আর ফিরেই লন্ডনের ০২ এরিনায় সেলিব্রশন ট্যুরের কনসার্ট শুরু করেন গায়িকা। নতুন উদ্যমে মাতিয়েছেন দর্শক-শ্রোতা। আর কনসার্ট চলাকালীন বর্তমান ইসরায়েল-হামাস যুদ্ধ নিয়েও কথা বলেছেন তিনি। 

তিনি বলেন, এই যুদ্ধ হৃদয়বিদারক। আমি আর নিতে পারছি না। চারদিকে শিশুদের অপহরণ করা হচ্ছে, মোটরসাইকেল থেকে নামানো হচ্ছে; শিশুদের শিরচ্ছেদ করা হচ্ছে, শান্তিতে থাকা শিশুদের গুলি করে হত্যা করা হচ্ছে। এত নিষ্ঠুরতা ভাবলেই ভয়ে কাঁপছি।

এর আগেও যুদ্ধ নিয়ে ম্যাডোনা তার অসন্তোষের কথা টুইটারে জানিয়েছিলেন। তিনি মনে করেন যুদ্ধ করে কোনও সমস্যার সমাধান সম্ভব নয়। এটা দুঃখজনক যে, মানবসভ্যতা সেই কথাটা বোঝেন না। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here