আন্তর্জাতিকইসরায়েল-হামাস যুদ্ধে চার চীনা নাগরিক নিহতBy AmarNews.com.bd - October 16, 20230FacebookTwitterPinterestWhatsAppLinkedinEmailPrintTelegramCopy URL চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘর্ষে চার চীনা নাগরিক নিহত হয়েছেন। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, দুইজন নাগরিক নিখোঁজ এবং ছয়জন আহত হয়েছেন। বর্তমানে চীন ও ইসরায়েলের মধ্যে বাণিজ্যিক ফ্লাইট চালু রয়েছে।