ইসরায়েল-হামাস যুদ্ধবিরতির নতুন প্রস্তাব দিল কাতার

0

কাতার তাদের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তির খসড়া ইসরায়েল ও ফিলিস্তিনের হামাস যোদ্ধাদের নিকট পাঠিয়েছে। 

বুধবার মধ্যস্থতাকারীদের সূত্রের উদ্ধৃতি দিয়ে ‘ব্লুমবার্গ’ সংবাদ সংস্থার এক রিপোর্টে এ কথা জানিয়েছে। 

সংবাদ সংস্থা জানিয়েছে, হামাস সম্পূর্ণরূপে ধ্বংস না হওয়া পর্যন্ত গাজা উপত্যকায় সামরিক অভিযান চালিয়ে যাওয়ার জন্য ইসরায়েলের ঘোষিত সংকল্পের কারণে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে। 

জেরুজালেমের আল-আকসা মসজিদের বিরুদ্ধে ইসরায়েলি কর্তৃপক্ষের আগ্রাসী কর্মকাণ্ডের প্রতিক্রিয়া হিসেবে হামাস গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ডে আকস্মিক হামলা চালায়। 

এই হামলার প্রতিশোধ নিতে ইসরায়েল গাজা উপত্যকায় বিমান হামলা ও স্থল অভিযান শুরু করে। এতে পুরো গাজা ধ্বংসস্তুপে পরিণত হয়। ইসরায়েল ২৩ লাখ ফিলিস্তিনিদের বসবাসের গাজা ছিটমহলে অবরোধ আরোপ করে এবং গাজার পাশাপাশি লেবানন ও সিরিয়ার কিছু অংশে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। পশ্চিম তীরেও সংঘর্ষ চলছে।

ইসরায়েলি হামলায় গাজায় ২৫ হাজারের বেশী লোক মারা গেছে। এদের বেশীর ভাগই নারী ও শিশু। 

সূত্র : ব্লুমবার্গ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here