ইসরায়েল সমর্থকরা নিষিদ্ধ হলো ইউরোপা লিগের ম্যাচে

0
ইসরায়েল সমর্থকরা নিষিদ্ধ হলো ইউরোপা লিগের ম্যাচে

ইসরায়েলি ফুটবল ক্লাব মাকাবি তেল আবিবের সমর্থকদের আগামী মাসে যুক্তরাজ্যে অ্যাস্টন ভিলার বিপক্ষে ইউরোপা লিগ ম্যাচে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে নিরাপত্তাজনিত কারণে। ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বার্মিংহাম সিটির সেফটি অ্যাডভাইজরি গ্রুপ (এসএজি)—যারা ভিলা পার্কে অনুষ্ঠিত ম্যাচগুলোর নিরাপত্তা সার্টিফিকেট প্রদান করে—অ্যাস্টন ভিলাকে জানিয়েছে, মাকাবি তেল আবিবের কোনো বিদেশি সমর্থক ওই ম্যাচে উপস্থিত থাকতে পারবে না।

অ্যাস্টন ভিলা বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, “সেফটি অ্যাডভাইজরি গ্রুপের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ক্লাবকে জানানো হয়েছে যে ৬ নভেম্বর বৃহস্পতিবার মাকাবি তেল আবিবের বিপক্ষে ইউরোপা লিগ ম্যাচে কোনো অতিথি সমর্থক উপস্থিত থাকতে পারবেন না।”

ক্লাব আরও জানায়, “পুলিশ জানিয়েছে, স্টেডিয়ামের বাইরে জননিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে এবং সেদিন সম্ভাব্য বিক্ষোভ মোকাবিলার সক্ষমতা নিয়েও তারা শঙ্কিত।”

ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ জানিয়েছে, “বর্তমান গোয়েন্দা তথ্য এবং আগের ঘটনাগুলোর ভিত্তিতে ম্যাচটিকে উচ্চ-ঝুঁকিপূর্ণ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে।” 

২০২৪ সালে আমস্টারডামে আয়াক্স ও মাকাবি তেল আবিবের মধ্যকার ইউরোপা লিগ ম্যাচ চলাকালে সংঘটিত সহিংস সংঘর্ষ ও ঘৃণাজনিত অপরাধের ঘটনাও এ সিদ্ধান্তে প্রভাব ফেলেছে বলে জানায় পুলিশ।

পুলিশ আরও বলে, “আমাদের পেশাদার মূল্যায়নে মনে হয়েছে, এ পদক্ষেপ জননিরাপত্তা ঝুঁকি হ্রাসে সহায়ক হবে।”

গত বছরের নভেম্বরে আমস্টারডামে ফিলিস্তিনপন্থী সমর্থক ও মাকাবি তেল আবিবের ইসরায়েলি ভক্তদের মধ্যে সংঘর্ষে ডজনখানেক মানুষকে গ্রেপ্তার করা হয় এবং পাঁচজনকে কারাদণ্ড দেওয়া হয়।

প্রাথমিকভাবে ঘটনাটিকে ইহুদি-বিরোধী হামলা হিসেবে দেখানো হলেও পরে বেরিয়ে আসে, মাকাবি তেল আবিবের কিছু সমর্থকই সহিংসতা উসকে দিয়েছিল—তারা ডাচ রাজধানীর বিভিন্ন এলাকায় তাণ্ডব চালায়, ফিলিস্তিন সংহতির প্রতীক ধ্বংস করে, স্থানীয়দের ওপর হামলা করে এবং ফিলিস্তিনি ও আরবদের বিরুদ্ধে বর্ণবাদী ও গণহত্যামূলক স্লোগান দেয়।

তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সাআর এবং লন্ডনভিত্তিক জিউইশ লিডারশিপ কাউন্সিল—তিন পক্ষই এই নিষেধাজ্ঞার সমালোচনা করেছেন।

স্টার্মার এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে লেখেন, “এটি ভুল সিদ্ধান্ত।” 

তিনি আরও বলেন, “পুলিশের কাজ হলো সব ফুটবল সমর্থকের নিরাপত্তা নিশ্চিত করা, যাতে তারা ভয় বা সহিংসতা ছাড়া খেলা উপভোগ করতে পারে।”

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী সাআর এই নিষেধাজ্ঞাকে “লজ্জাজনক সিদ্ধান্ত” আখ্যা দিয়ে যুক্তরাজ্যের কর্তৃপক্ষকে “এই কাপুরুষোচিত সিদ্ধান্ত” প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।

সূত্র: আলজাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here