ইসরায়েল পুরো অঞ্চলকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: এরদোয়ান

0
ইসরায়েল পুরো অঞ্চলকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: এরদোয়ান

ইসরায়েল মধ্যপ্রাচ্যসহ পুরো অঞ্চলকে অস্থিতিশীল করার তৎপরতা ক্রমান্বয়ে বাড়িয়ে চলেছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। 

কুয়েতের যুবরাজ শেখ সাবাহ খালেদ আল সাবাহর সাথে এক ফোনালাপে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন। এরদোয়ান বলেন, বিচ্ছিন্নতাবাদী সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে ইসরায়েল ওই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত করছে। তিনি সোমালিয়ার আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন, এ ধরনের উসকানিমূলক পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

কুয়েতি যুবরাজের সাথে আলাপকালে দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বৈশ্বিক নানা সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এরদোয়ান জানান, তুরস্ক ও কুয়েতের মধ্যে বিদ্যমান সম্পর্ক সব ক্ষেত্রে আরও শক্তিশালী করতে আঙ্কারা কাজ করে যাচ্ছে, ভবিষ্যতে এই সহযোগিতা আরও বৃদ্ধি পাবে। 

গাজা পরিস্থিতি নিয়ে কথা বলার সময় তুর্কি প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন, স্থায়ী যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠিত হওয়ার পর গাজার পুনর্গঠন প্রক্রিয়া দ্রুত শুরু হবে। এই মানবিক ও অবকাঠামোগত পুনর্গঠন প্রক্রিয়ায় তুরস্ক ও কুয়েতের মধ্যকার পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি উল্লেখ করেন।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here