ইসরায়েল গাজায় ‘অবিরাম মৃত্যু ও ধ্বংসযজ্ঞ’ ডেকে এনেছে: জাতিসংঘ মহাসচিব

0

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে ফিলিস্তিনিদের ‘অবিরাম মৃত্যু ও ধ্বংস’ ডেকে এনেছে।

গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর ছয় মাস পূর্তি উপলক্ষে দেওয়া এক ভাষণে জাতিসংঘ মহাসচিব বলেন,  কোনো কিছুই ফিলিস্তিনি জনগণের প্রতি সম্মিলিত শাস্তি ন্যায্যতা দিতে পারে না।

তিনি আরও বলেন, ১০ দিন আগে রাফাহ ক্রসিং পরিদর্শনের সময় আমি প্রবীণ মানবতাবাদীদের সাথে দেখা করেছি। তারা আমাকে স্পষ্টভাবে বলেছেন যে, ‘গাজার সংকট ও দুর্ভোগ তারা আগে কখনও দেখেনি।

 গুতেরেস বলেন, ত্রাণসহ ট্রাকের দীর্ঘ লাইন একের পর এক বাধার সম্মুখীন হচ্ছে। এ সময় তিনি বলেন, যখন সাহায্যের দরজা বন্ধ হয়ে যায়, তখন অনাহারের দরজা খুলে দেওয়া হয়। দেশটির অর্ধেকের বেশি অর্থাৎ ১০ লাখের বেশি মানুষ ভয়াবহ ক্ষুধার মুখে পড়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here