‘ইসরায়েল অদূর ভবিষ্যতে হামাসকে নির্মূল করতে পারবে না’

0

যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের কর্মকর্তারা বলেছেন, ইসরায়েল অদূর ভবিষ্যতে হামাসকে নির্মূল করতে পারবে না। মার্কিন কর্মকর্তারা বিশ্বাস করেন, হামাস ইসরায়েলি অভিযানের কারণে সীমাবদ্ধ রয়েছে কিন্তু, ইসরায়েল অদূর ভবিষ্যতে গোষ্ঠীটির সামরিক সক্ষমতা নির্মূল করার লক্ষ্য অর্জন করতে পারবে না।

গোয়েন্দা মূল্যায়ন নিয়ে গণমাধ্যমে কথা বলায় ওই কর্মকর্তারা নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদপত্রটি।

খবর অনুসারে, হোদেইদার উত্তরে আল-সালিফ জেলার রাস-ইসাকে লক্ষ্য করে ‘মার্কিন-ব্রিটিশ আক্রমণ হয়েছে। হুতিরা জানিয়েছে, তিনটি বিমান আক্রমণে অংশ নেয়।

অন্যদিকে জাতিসংঘের বার্ষিক প্রতিবেদনে ইসরায়েল ও ফিলিস্তিনি ভূখণ্ডে সব পক্ষের দ্বারা সংঘটিত ‘গুরুতর মানবাধিকার লঙ্ঘন’ চিহ্নিত করা হয়েছে। শান্তি প্রতিষ্ঠায় জবাবদিহিতা ও ন্যায়বিচার দাবি করা হয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক বলেন, দায়মুক্তি চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া যায় না। সব পক্ষের জবাবদিহিতা থাকতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here