ইসরায়েলে ১২ থাই নাগরিক নিহত, হামাসের হাতে বন্দি আরো ১১

0

ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে নজিরবিহীন যুদ্ধ চলছে। এতে হামাস যোদ্ধাদের হামলায় ইসরায়েলে থাইল্যান্ডের ১২ নাগরিক নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে। আহত হয়েছে আরো আটজন।

এছাড়াও আরো ১১ থাই নাগরিক হামাস যোদ্ধাদের হাতে বন্দি হয়েছে বলে দাবি করেছে থাইল্যান্ড কর্তৃপক্ষ।

নজিরবিহীন এই যুদ্ধে উভয়পক্ষে বেড়েই চলেছে লাশের সারি। রিপোর্ট লেখা পর্যন্ত ইসরায়েলি সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরায়েল’ দাবি করেছে, হামাসের হামলায় এরই মধ্যে ইসরায়েলে নিহতের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। আহত হয়েছে দুই হাজার দুই শতাধিক।

অন্যদিকে, ইসরায়েলের পাল্টা বোমা হামলায় ফিলিস্তিনের গাজায় ৪১৩ জন নিহত হয়েছে বলে আল-জাজিরার প্রতিবেদনে দাবি করা হয়েছে। আহত হয়েছে আরো অনেকে।

উল্লেখ্য, শনিবার আকস্মিকভাবে ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে পড়ে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা। সেখানে তারা বিগত সময়ে ইসরায়েলের হত্যা, নিপীড়ন ও দখলদারিত্বের প্রতিবাদে হামলা চালায়। এর আগে মাত্র ২০ মিনিটে ইসরায়েলের বিভিন্ন টার্গেটে পাঁচ হাজার রকেট হামলার দাবি করে হামাস।

এতদিন ইসরায়েলের বিপক্ষে শুধুমাত্র প্রতিরোধ ব্যবস্থা নিয়েছে ফিলিস্তিন। শনিবারই প্রথমবারের মতো আগে ইসরায়েলে হামলা চালালো ফিলিস্তিন কর্তৃপক্ষ। সূত্র: আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here