লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা কয়েক দফায় ইসরায়েলি সেনা সমাবেশ ও দখল চৌকি লক্ষ্য করে হামলা চালিেয়েছে।
রবিবারের এ হামলাগুলোতে তারা ইসরায়েলি সামরিক সরঞ্জামকেও লক্ষ্যবস্তু বানিয়েছে।
দিনের শুরুতে হিজবুল্লাহ একটি ইসরায়েলি সেনা জমায়েত লক্ষ্য করে আল ওয়াজ্জানি এলাকায় হামলা চালায়। গোষ্ঠীটির দাবি, এতে ইসরাইলি বেশ কয়েকজন সেনা হতাহত হয়েছে। পাল্টা ব্যবস্থা হিসাবে লেবাননের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইসরাইলও হামলা চালিয়েছে।
ইসরাইলের চালানো ড্রোন হামলায় লেবাননের আতিয়া আল শাব এলাকা কোনো ক্ষতি হয়েছে কিনা জানা যায়নি। এসময় ক্ষেপণাস্ত্রও ছোড়ে ইসরায়েল। এছাড়াও ইসরায়েলের গোলন্দাজ বাহিনীও লেবানন লক্ষ্য করে কয়েকটি গোলা ছোড়ে।