ইসরায়েলের সুদূর উত্তরে সাফেদ শহরে শুক্রবার রকেট নিক্ষেপ করেছে হামাস।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি টুইটারে লিখেছেন, গাজা থেকে উত্তরাঞ্চলের দিকে আসা একটি রকেট রোধ করা হয়েছে।
বিবিসির খবরে বলা হয়েছে, হামাস ইসরায়েলের দক্ষিণাঞ্চলের আশকেলন, স্ডেরোট এবং বেইরি শহরে আরও রকেট নিক্ষেপের দাবি করেছে।
ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, রেহেভোট অঞ্চলে একটি রকেট সরাসরি আঘাত করার খবর পাওয়া গেছে। ৩০ বছর বয়সী একজন নারী রকেটে শার্পনেলে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে যান।