ভূমিকম্পে কেঁপে উঠেছে দখলদার ইসরায়েল। দেশটির দক্ষিণাঞ্চলে এই ভূমিকম্প অনুভূত হয়। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.২।
এই কম্পনের ফলে ডেড সি ও দক্ষিণ নেগেভ অঞ্চলে সতর্কবার্তা জারি করা হয়েছে। ইএমএসসি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইসরায়েলের ডিমোনা শহরের কাছাকাছি এলাকায়।
ইসরায়েলের জরুরি চিকিৎসা সেবা সংস্থা ম্যাগেন ডেভিড আদম (এমডিএ) জানিয়েছে, ভূমিকম্পের ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। সূত্র: টাইমস অব ইসরায়েল, ওয়াইনেট নিউজ, জেরুজালেম পোস্ট

