নেতানিয়াহু সরকারের বিচার ব্যবস্থা কার্যক্রমের প্রতি অসন্তুষ্টি জানিয়ে বিক্ষোভ করেছেন দেশটির নাগরিকরা। শনিবার স্থানীয় সময় রাতে রাজধানী তেলআবিবের হাবিমা স্কোয়ারে হাজার হাজার বিক্ষোভকারী সমবেত হন।
বিক্ষোভে গাজার যুদ্ধ ও ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার শিকার পরিবারসহ শোকগ্রস্তরা উপস্থিত ছিলেন। তারা হামাসের হামলা নিয়ে তদন্তের জন্য রাষ্ট্রীয় কমিশনের দাবি জানান। যা ওই হামলার আগে সরকারের ব্যর্থতা খতিয়ে দেখবে। বিক্ষোভকারীদের মধ্যে বিভিন্ন দাবি নিয়ে কয়েকটি স্বতন্ত্র গোষ্ঠীর সদস্যরাও ছিলেন।
তাদের অভিযোগ, সরকার বিচারের নানা পদক্ষেপ নিয়ে জবাবদিহি এড়াতে চাইছে। নেতানিয়াহু সরকারের পক্ষ থেকে তদন্ত কমিটির সদস্য বাছাই ও বিচারব্যবস্থা দুর্বল করার বিভিন্ন প্রচেষ্টা দেখা গেছে।
এদিকে, দেশটির ডানপন্থী রাজনৈতিক মতাদর্শের সদস্যদের একটি অংশ বিগিন-কাপলান ইন্টারচেঞ্জ থেকে হাবিমা স্কোয়ারের উদ্দেশ্যে মিছিল শুরু করলে, আইনশৃঙ্খলা বাহিনী তাদের নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের পর বিক্ষোভকারীরা আবারও মঞ্চে ফিরে গিয়ে কার্যক্রম চালিয়ে যান।
হামাস ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালায়। এতে অন্তত ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হয়।

