ইসরায়েলে প্রতি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানালেন এরদোয়ান

0

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান অবিলম্বে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে এবং গাজার বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন।

সংযুক্ত আরব আমিরাতে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে এরদোয়ান বলেন, এই অঞ্চল কঠোর হুমকির মুখে পড়ার আগে আমাদের এখনই গাজায় গণহত্যা বন্ধ করতে হবে।

এরদোয়ান বলেন, আজকের সংকটের উৎস হলো ফিলিস্তিনি ভূমিতে বসতি স্থাপন। ইসরয়েল যদি এ অঞ্চলে স্থায়ী শান্তি চায়, তাহলে পরমাণু বিস্তার সম্পর্কিত দৃষ্টিভঙ্গি চিরতরে বন্ধ করে দিতে হবে।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ১৯৬৭ সালের সীমান্তের আলোকে একটি মুক্ত ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে হবে। এরদোয়ান তুরস্ককে এই অঞ্চলে ‘আগুনের বৃত্তে বসবাসকারী’ বলে বর্ণনা করেন। তিনি ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থাটির জন্য (ইউএনআরডব্লিউএ নামে পরিচিত) অবিলম্বে তহবিল পুনরায় চালু করার আহ্বান জানান। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here