ইসরায়েলের হামলায় বন্ধের পথে গাজার একমাত্র ক্যান্সার হাসপাতাল

0

ইসরায়েলের ক্রমাগত হামলার মুখে বন্ধের পথে গাজার একমাত্র ক্যান্সার হাসপাতাল। জ্বালানি সংকটের কারণে সেখানে প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান সম্ভব হচ্ছে না বলে গণমাধ্যমের খবরে জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে রেডিওলজির মতো কিছু পরিষেবা বন্ধ করে দিয়েছে হাসপাতালটি। অবরুদ্ধ এ পরিস্থিতিতে গাজার নয় হাজার ক্যান্সার রোগী চিকিৎসার জন্য অন্য কোথাও যেতে পারছেন না।

গত ৭ অক্টোবর হামাসের নজীরবিহীন হামলার পর ইসরায়েল গাজায় গ্যাস, পানি, বিদ্যুৎ ও ওষুধ সরবরাহ বন্ধ করে দেয়। এতে মানবিক সংকটের সৃষ্টি হয় গাজায়। কারণ, গাজার বিদ্যুৎ ও জ্বালানির উৎস হচ্ছে ইসরায়েল।

ইসরায়েল অবরোধ আরোপ করায় হাসপাতালগুলো বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে, এর ফলে অনেক ধরনের সেবা পাচ্ছেন না রোগীরা। চিকিৎসকরা জানিয়েছেন, এভাবে বিদ্যুৎ ও জ্বালানি সংকট চলতে থাকলে ক্যান্সার হাসপাতালটি দ্রুতই বন্ধ হয়ে যাবে। সূত্র: আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here