ইসরায়েলের হামলায় ইরানে নিহত বেড়ে ৯৩৫

0
ইসরায়েলের হামলায় ইরানে নিহত বেড়ে ৯৩৫

ইরানের বিচার বিভাগ জানিয়েছে, দেশটিতে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে।

ফরেনসিক মেডিসিন অর্গানাইজেশনের সর্বশেষ পরিসংখ্যান উদ্ধৃত করে বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর সোমবার বলেছেন, ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী শাসকগোষ্ঠীর ১২ দিনের যুদ্ধে ৯৩৫ জন নিহত হয়েছে, যাদের মধ্যে ৩৮ জন শিশু এবং ১০২ জন নারী।

শুধুমাত্র এভিন কারাগারে হামলায় ৭৯ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই ছিলেন বন্দীদের পরিবারের সদস্য, সাহায্য কর্মী এবং এভিন কারাগারের কর্মচারী।

ইরান জানিয়েছে, প্রতিবেশী দেশগুলোর মাটি ব্যবহার করে দেশটির বিরুদ্ধে নতুন করে আগ্রাসন চালানোর জন্য ইসরায়েলি যেকোনো পদক্ষেপের ওপর তারা নিবিড় নজর রাখছে।

সোমবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশ্যে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ইরান সংশ্লিষ্ট দেশগুলোকে এই বিষয়ে সংশ্লিষ্ট সংবাদ প্রতিবেদন, গোয়েন্দা তথ্য এবং জল্পনা-কল্পনা সম্পর্কে অবহিত করেছে।

সূত্র: প্রেস টিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here