ইসরায়েলের একটি কারাগারে ফিলিস্তিনি চিকিৎসক ড. আদনান আল-বারাশ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আল জাজিরার খবরে বলা হয়েছে, গাজায় বিরুদ্ধে ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে মোট ৪৯৬ জন চিকিৎসাকর্মী নিহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রায় দেড় হাজার স্বাস্থ্যকর্মী আহত হয়েছেন এবং ৩০৯ জন ইসরায়েলি কারাগারে বন্দী রয়েছেন।
বিবৃতিতে ইসরায়েলের হাতে আটক বন্দীদের সুরক্ষা দিতে আন্তর্জাতিক সম্প্রদায় এবং স্বাস্থ্য ও মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে।
৫০ বছর বয়সী আদনান আল-বারাশ গাজা সিটির আল-শিফা হাসপাতালের অর্থোপেডিক বিভাগের প্রধান ছিলেন। গত ডিসেম্বরে উত্তর গাজার আল-আদওয়া হাসপাতালে রোগীদের চিকিৎসা দেওয়ার সময় ইসরায়েলি সেনাবাহিনী তাকে গ্রেফতার করে।