ইসরায়েলের সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালানোর দাবি হামাসের

0

গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস জানিয়েছে, তাদের আল কাসেম ব্রিগেড ইসরায়েলের সামরিক বাহিনীর দুইটি স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে।

তারা ইসরায়েলের বিমান বাহিনীর একটি স্থাপনা লক্ষ্য করে হাতজেরিম ঘাঁটিতে হামলা চালিয়েছে। অন্যটি ইসরায়েলের সেনাবাহিনীর সিনাই অঞ্চলের সদর দপ্তরে আঘাত করেছে।

তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা জানায়নি কোনো পক্ষ। 

এদিকে হামাসের নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের চালানো হামলায় গাজায় একদিনেই ৪৩৬ জন নিহত হয়েছে। সবমিলিয়ে ৭ অক্টোবর থেকে চালানো ইসরায়েলি হামলায় গাজার ৫ হাজার ৮৭ জনের প্রাণ গেছে। নিহতদের মধ্যে ২ হাজার ৫৫ জন শিশু। নারী রয়েছেন ১ হাজার ১১৯ জন। 

 

সূত্র: আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here