হিজবুল্লাহ তার প্রধান সমর্থক ইরানকে বলেছে, ইসরায়েলের সাথে যুদ্ধ বাধলে তেহরানকে সংঘাতে টেনে আনবে না তারা। তারা নিজেরাই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবে।
সাতটি সূত্রের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর ওপর ইসরায়েল পূর্ণ মাত্রায় হামলা চালালে কী ধরনের ঝুঁকি তৈরি হবে তা নিয়ে আলোচনা করতে ইরানের কুদস ফোর্সের প্রধান ফেব্রুয়ারিতে বৈরুত সফর করেন।
সূত্র জানায়, এই কথোপকথনে লেবাননের উত্তরে ইসরায়েলি পূর্ণ আগ্রাসনের সম্ভাবনার নিয়ে আলোচনা হয়।
ইসরায়েলের সঙ্গে এ ধরনের লড়াই বাধলে ইরানকে ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত যতটা জোরালো প্রতিক্রিয়া দেখাতে হচ্ছে, তার চেয়ে বেশি জোরালো প্রতিক্রিয়া দেখাতে হতে পারে।
খবর অনুসারে, বৈঠকে নাসরুল্লাহ ইসমাইল কানিকে আশ্বস্ত করে বলেন, তিনি চান না ইরান ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ুক। হিজবুল্লাহ নিজেই যুদ্ধ করবে।
আলোচনার বিষয়ে অবহিত একটি ইরানি সূত্র জানিয়েছে, নাসরুল্লাহ কানিকে বলেন, এটা আমাদের লড়াই, আমরা লড়ব।
ইসরায়েল বারবার হুঁশিয়ারি দিয়েছে, তারা উত্তর সীমান্তে হিজবুল্লাহকে আর সহ্য করবে না এবং আরও বলেছে- কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে তারা আক্রমণ শুরু করবে।