ইসরায়েলের সঙ্গে জিম্মি আলোচনা স্থগিত করছে হামাস

0

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস বলেছে, গাজার আল শিফা হাসপাতালে ইসরায়েলের আচরণের কারণে তারা জিম্মি আলোচনা স্থগিত করছে।

ইসরায়েলি বাহিনী হাসপাতালটি বন্ধ করে দেওয়ায় এটি তীব্র গোলাগুলির মুখে পড়েছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। তারা ২৫০ জনের বেশি ইসরায়েলিকে জিম্মি করে। জিম্মি মুক্তি নিয়ে ইসরায়েলি বাহিনীর সঙ্গে তাদের আলোচনা চলছিল। কিন্তু আল শিফা হাসপাতালে ঘটনার জেরে সেই আলোচনা স্থগিত করল হামাস। 

ইসরায়েলি বাহিনী গাজায় ৭ অক্টোবর থেকে বোমা বর্ষণ করছে। গাজায় তারা স্থল অভিযান পরিচালনা করছে। হাসপাতাল, স্কুল-কলেজ, ধর্মীয় প্রতিষ্ঠানও রেহায় দিচ্ছে না তারা। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here