বৃহস্পতিবার সকালে গাজায় চালানো ইসরায়েলি হামলায় ৪০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলি যুদ্ধবিমান থেকে এই হামলা চালানো হয়।
প্রত্যক্ষদর্শী ও মেডিকেল সূত্রে এই তথ্য জানিয়েছে আল জাজিরা।
আর ৩০ জন মারা গেছে রাফাহ অঞ্চলে চালানো হামলায়। আহত হয়েছে আরো অনেকে। রাফাহর তাল আল সুলতান এলাকার একটি বাড়ি লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
আর মধ্য গাজার একটি শরণার্থী শিবিরে চালানো হামলায় একটি শিশু মারা গেছে।
সূত্র: আল জাজিরা