দখলদার ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয় লক্ষ্য করে ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরাকের ইসলামি প্রতিরোধ যোদ্ধারা। ইরাকের প্রতিরোধ সংগঠনগুলোর জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ জানিয়েছে, আজ রবিবার সকালে এই হামলা চালানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, আজ সকালে প্রতিরোধ যোদ্ধারা দখলদার ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয়ের সদরদপ্তর ভবনকে লক্ষ্য করে ড্রোন হামলা চালায়। পিএমইউ’র বিবৃতিতে বলা হয়েছে, ইহুদিবাদী ইসরায়েলের শত্রুদের শক্ত অবস্থানগুলো ধ্বংস না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ইরাকি প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেনগুরিয়নসহ বিভিন্ন স্থাপনা এবং বন্দরে কার্যকর কিছু হামলা চালিয়েছে। গত বুধবার পিএমইউ জানিয়েছিল যে, ইরাকি প্রতিরোধ যোদ্ধারা এক সপ্তাহে দুইবার বেনগুরিয়ন বিমানবন্দরে হামলা চালিয়েছে। সূত্র : পার্সটুডে।