ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলি যুদ্ধাপরাধ নিয়ে তদন্ত বন্ধের লক্ষ্যে ইসরায়েলের করা একটি আইনি আবেদন খারিজ করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। স্থানীয় সময় সোমবার (১৫ ডিসেম্বর) আদালতের আপিল চেম্বার দেওয়া এক রায়ে নিম্ন আদালতের সিদ্ধান্ত বহাল রাখে। এতে ইসরায়েলের বিরুদ্ধে চলমান তদন্ত অব্যাহত রাখার পথ সুগম হয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ আদালতের এই রায় নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। খবর আলজাজিরার। গত বছরের নভেম্বরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়না জারি করা হয়েছিল। তবে ইসরায়েল হেগ-ভিত্তিক আদালতের এখতিয়ারকে স্বীকৃতি দেয় না এবং গাজায় যুদ্ধাপরাধ সংঘটনের কথা বারবার অস্বীকার করেছে।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার পর গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে সংঘটিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ তদন্ত করতে আইসিসি প্রসিকিউটরকে বাধা দেওয়ার কোনো আইনগত ভিত্তি নেই বলে রায়ে বলা হয়েছে। ফলে নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে জারি করা গ্রেফতারের নির্দেশ বলবৎ থাকবে
আইসিসি হামাস নেতা ইব্রাহিম আল-মাসরির বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। তবে তার মৃত্যুর বিশ্বাসযোগ্য তথ্য পাওয়ার পর, সেই পরোয়ানা প্রত্যাহার করা হয়।
এদিকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে প্রাণহানি অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে অন্তত ৩৯১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ১ হাজার ৬৩ জন। এ ছাড়া ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে আরও ৬৩২টি মরদেহ।
মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় অন্তত ৭০ হাজার ৬৬৩ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭১ হাজার ১৩৯ জন আহত হয়েছেন।

