গাজায় বর্বর আগ্রাসন ও নির্বিচার মানুষ হত্যার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ ও দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিচার দাবি করলেন স্পেনের সামাজিক অধিকার রক্ষা বিষয়কমন্ত্রী ইয়ন ব্যালেরা।
তিনি বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকার উপর বর্বর গণহত্যা চালানোর জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিচার করা উচিত। একই সঙ্গে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করারও আহ্বান জানান।
টুইটারে শেয়ার করা এক আবেগঘন ভিডিও বার্তায় ইয়ন ব্যালেরা বলেন, “আজকে গাজায় এই নারকীয় রাত পার হওয়ার পর ইউরোপীয় নেতাদের উদ্দেশ্যে আমার খুব সহজ কিন্তু গুরুত্বপূর্ণ বার্তা হচ্ছে- আমাদেরকে ইসরায়েলের এই গণহত্যার সহযোগী বানাবেন না। ইউরোপীয় ইউনিয়নের নামে কোনো কাজ করবেন না।”
গাজায় ইসরায়েল ইন্টারনেট ও টেলিফোন ব্যবস্থা কেটে দিয়ে যে হত্যাকাণ্ড চালিয়েছে সে সম্পর্কে স্পেনের মন্ত্রী বলেন, এর মধ্যদিয়ে পরিষ্কার হয়েছে যে, এই গণহত্যা চালানোর জন্য ইসরায়েলকে কোনো রকমের পরিণতি ভোগ করতে হবে না, সে বিষয়টি তারা নিশ্চিত হয়েছে। ইয়ন ব্যালেরা আরো বলেন, “আমাদের নিষ্ক্রিয়তা ইসরায়েলকে গণহত্যা চালাতে সহযোগিতা করছে।”
গত ৭ অক্টোবর থেকে ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর নৃশংস বিমান হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের হামলায় রিপোর্ট লেখা পর্যন্ত আট হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে তিন হাজার তিনশ’র বেশি শিশু রয়েছে। সূত্র: মিডল ইস্ট মনিটর, আনাদোলু এজেন্সি