ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাকে সমর্থন করেছে যেসব দেশ

0

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) দক্ষিণ আফ্রিকার মামলাকে সমর্থন করেছে কয়েকটি দেশ।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, মিশর ঘোষণা করেছে- তারা গণহত্যা কনভেনশনের অধীনে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার আইসিজে মামলাকে আনুষ্ঠানিকভাবে সমর্থন করেছে।

এদিকে তুরস্কও বলেছে তারাও এ মামলায় সমর্থন দেওয়ার পরিকল্পনা করছে।

ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে বলে গত ৮ জানুয়ারি আইসিজেতে অভিযোগ জানায় দক্ষিণ আফ্রিকা। ওই অভিযোগের শুনানি শেষে আন্তর্জাতিক আদালত ইসরায়েলকে গাজায় গণহত্যার মতো অপরাধ বন্ধ করতে এবং মানবিক ত্রাণের চালান অবাধে প্রবেশ করতে দেওয়ার নির্দেশ জারি করে। কিন্তু দক্ষিণ আফ্রিকা অভিযোগ করেছে, তেল আবিব আইসিজের জারি করা নির্দেশ পালন করছে না।

এদিকে ইসরায়েল ও হামাস কয়েকদফা আলোচনায় বসার পরও এখনও যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে পারেনি।

গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েল গাজায় নির্বিচারে আগ্রাসন শুরু করে। এতে রিপোর্ট লেখা পর্যন্ত ৩৫ হাজারে বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, এদের ৭০ শতাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছে আরও প্রায় ৭৯ হাজার মানুষ। সূত্র: আল-জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here