ইসরায়েলের বিরুদ্ধে খাগড়াছড়িতে প্রতিবাদ সমাবেশ

0

গাজায় গণহত্যা ও বর্বর আগ্রাসনের বিরুদ্ধে খাগড়াছড়িতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। সোমবার সকালে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে এর আয়োজন করা হয়।

প্রতিবাদ সমাবেশের শুরুতে শহরের চেঙ্গী স্কোয়ার থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আদালত সড়ক ঘুরে শাপলা চত্বর সংলগ্ন মুক্তমঞ্চে সমাবেশ করে।

এ সময় ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যার তীব্র নিন্দা জানানো হয়। মসজিদুল আকসা পুনরুদ্ধার ও মাজলুম ফিলিস্তিনিদের সমর্থনে সংহতি প্রকাশ করে বক্তারা মানবতার পক্ষে বিশ্বের সকল মুসলিম নেতাদের এক হওয়ার আহ্বান জানান। একইসাথে ইসরায়েলি সকল পণ্য বয়কটের ডাক দেন।

এ ছাড়া পৃথক পৃথকভাবে বিভিন্ন উপজেলাতেও ইসরায়েল বিরোধী প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভের আয়োজন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here