ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

0

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বর গণহত্যার প্রতিবাদে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে সর্বস্তরের জনগণ। সোমবার বেলা সাড়ে ১১টায় শহরের আসিফ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহর ঘুরে নিউ মার্কেট চত্বরে এসে শেষ হয়। সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এতে অংশ নেন বিভিন্ন স্কুলকলেজের শিক্ষার্থীসহ সর্বস্তরের সাধারণ মানুষ।  

সমাবেশে ইসরায়েলের বিচারের দাবিতে নানা স্লোগান দেওয়া হয়। এ সময় ইসরায়েলি পণ্য বয়কটের ঘোষণা দেয় প্রতিবাদী ছাত্রজনতা। 

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলার আহ্বায়ক আরাফাত হোসাইন, সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনজুরুল আলম বাপ্পী, ছাত্র অধিকার পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাবেক সভাপতি আল ইমরান ইমু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র মোহিনী তাবাসসুম, সদস্য সালেহা জান্নাত, মাহফুজ আহমেদ সাগর এবং সরকারি কলেজ ছাত্রদল নেতা আনারুল ইসলাম সান প্রমুখ।  

বক্তারা বলেন, গাজায় ইসরায়েলি হামলা ও নির্বিচারে হত্যা মানবতাবিরোধী অপরাধ। এটা বন্ধে বিশ্ব সম্প্রদায়ের উচিত এখনই নির্দিষ্ট ও কার্যকর ভূমিকা রাখা। বিক্ষোভ মিছিল শেষে গাজাবাসীর জন্য শান্তি ও সহমর্মিতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।  

কর্মসূচিতে জাতীয়তাবাদী ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র অধিকার পরিষদ, জেলা ওলামা পরিষদ, ইসলামি ছাত্রশিবিরসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন একযোগে অংশগ্রহণ করেন।

বিডিপ্রতিদিন/কবিরুল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here