আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) কাছে এবার ইসরায়েলি পারমাণবিক বোমা হামলার হুমকি নিয়ে অভিযোগ করেছে ফিলিস্তিন। ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি এই অভিযোগ করেছেন।
ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, আল মালিকি আইএইএ’র মহাপরিচালক রাফায়েল মারিয়ানোর কাছে আনুষ্ঠানিকভাবেই বুধবার চিঠি পাঠিয়েছেন।
চলতি সপ্তাহের শুরুর দিকে ইসরায়েলের প্রত্নত্ত্ব মন্ত্রী আমিহাই ইলিয়াহু গাজায় পরমাণু বোমা ফেলাকে হামাস নিধনের একটি উপায় বলে উল্লেখ করেন। এর ফলে প্রায় সাথে সাথেই ওই মন্ত্রীকে বরখাস্ত করা হয়।
তবে বিশ্ব মহলেই প্রশ্নবিদ্ধ হচ্ছে ইসরায়েল। কারণ, তেলআবিব এতোদিন নিজেদের পরমাণু শক্তিধর হিসেবে স্বীকার করেনি। অবশ্য এখনো শিকার করছে না প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রশাসন।
সূত্র: আল জাজিরা