ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তি: কাতারে সাবেক ভারতীয় নৌ সেনাদের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল

0

ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে কাতারে ভারতীয় নৌবাহিনীর সাবেক আট সদস্যের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করেছে ভারত। 

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে— কাতারের আদালত যে রায় দিয়েছে, তা নিয়ে ভারতের আইনি দলের সঙ্গে আলোচনা করা হয়েছে। সব আইনগত দিক বিবেচনা করে একটি আবেদন করা হয়েছে। কাতারের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে। সাজাপ্রাপ্তদের পরিবারের সঙ্গেও যোগাযোগ রেখেছে সরকার। 

কোনো আবেদন জানানো না হলে নিম্ন আদালতের রায়ই কার্যকর হতো। কাতারের রাজার দরবারে সাজাপ্রাপ্তদের পরিবারের পক্ষ থেকেও আলাদা করে আবেদন জানানো হয়েছে।

কাতারের স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই আটজন কাতারের একটি সাবমেরিন প্রজেক্টে কাজ করতেন। ওই সময় ইসরায়েলের কাছে তথ্য পাচার শুরু করেন। বিষয়টি ফাঁস হওয়ার পর ২০২২ সালের নভেম্বরে তাদের গ্রেফতার করা হয়। এরপর এ বছরের মার্চে বিচার শুরু হয়। প্রায় আট মাস বিচার প্রক্রিয়া শেষে তাদের মৃত্যুদণ্ডের আদেশ দেন কাতারের আদালত। সূত্র: বিবিসি, টাইমস অব ইন্ডিয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here