ইসরায়েলের ড্রোন ভূপাতিত করেছে হিজবুল্লাহ

0

এবার লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা সফলভাবে ইসরায়েলের একটি দীর্ঘাকৃতির হেরমেস ড্রোন ভূপাতিত করেছে।

গোষ্ঠীটির দাবি লেবাননের আকাশসীমা লঙ্ঘন করার ড্রোনটিকে ভূপাতিত করা হয়। দক্ষিণ লেবাননের ইকলিম আল তুফা শহরে কাছে ভূমি থেকে আকাশে নিক্ষেপণ যোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এটিকে ভূপাতিত করা হয়েছে। 

এর আগে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছিল, মারজ ইবন আমের এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজতে শোনা গেছে। লেবানন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

আর ইসরায়েল দাবি করেছে, লেবাননের ছোড়া ক্ষেপণাস্ত্র তাদের ড্রোনকে আঘাত করতে পারেনি। তবে হিজবুল্লাহ এ ব্যাপারে শতভাগ নিশ্চিত করে জানিয়েছে, তাদের যোদ্ধারা এই চালকবিহীন আকাশযানটিকে ভূপাতিত করেছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here