ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়েছে এমন বিশ্বাস করার যথেষ্ট যৌক্তিক কারণ আছে। এমন কথাই এক প্রতিবেদনে জানিয়েছেন জাতিসংঘের বিশেষজ্ঞ ফ্রান্সেস্কা আলবানিজ। এবার জানিয়েছিলেন, এই তদন্ত রিপোর্ট প্রকাশ করে তিনি হত্যার হুমকি পেয়েছিলেন।
‘এনাটমি অব জেনোসাইড’ শিরোনামের প্রতিবেদনটি জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে উপস্থাপন করেন ফ্রান্সেস্কা। তার এ প্রতিবেদন প্রত্যাখান করেছে ইসরায়েল। এরপর গতকাল বুধবার হুমকি পাওয়ার কথা জানান এ মানবাধিকার বিশেষজ্ঞ।
তেল আবিব বলেছে, ইসরায়েল রাষ্ট্রের সৃষ্টি ও অস্তিত্বের বৈধতাকে খারিজ করার চেষ্টা করেছেন এ বিশেষজ্ঞ। যদিও এমন অভিযোগ নাকচ করে দিয়েছেন ফ্রান্সেস্কা।