মার্কিন কংগ্রেসকে অনানুষ্ঠানিকভাবে ইসরায়েলের কাছে ৮ বিলিয়ন বা ৮০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির বিষয়ে অবহিত করেছে বাইডেন প্রশাসন। যার মধ্যে যুদ্ধবিমান এবং আক্রমণকারী হেলিকপ্টারগুলোর জন্য যুদ্ধাস্ত্র রয়েছে।
মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস শুক্রবার দুটি সূত্রের বরাত দিয়ে এ কথা জানিয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। তবে এ ধরনের চুক্তির জন্য হাউস এবং সেনেট কমিটির অনুমোদনের প্রয়োজন হবে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, ড্রোনের হুমকি থেকে রক্ষার ক্ষেত্রে যুদ্ধবিমানের জন্য আর্টিলারি শেল এবং এয়ার টু এয়ার মিসাইল অন্তর্ভুক্ত। প্যাকেজটিতে ছোট বোমাসহ ওয়ারহেডও রয়েছে।
সূত্র : রয়টার্স