মানবিক সহায়তার অপেক্ষায় থাকা শতাধিক ফিলিস্তিনিকে হত্যার জন্য ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
খবর অনুসারে, বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে এবং তাদের মানবিক চাহিদা সুরক্ষিত করতে ইসরায়েলি সরকারকে বাধ্য করতে ফিলিস্তিনি মন্ত্রণালয় দেশটির ওপর প্রতিরোধমূলক নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে ।
বৃহস্পতিবার, মন্ত্রণালয়টি বলেছে, এই হামলা ইসরায়েলে অব্যাহত ‘গণহত্যা’র অংশ। বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে ‘বেসামরিক নাগরিকদের রক্ষার একমাত্র উপায় হিসাবে যুদ্ধবিরতি শুরু করতে জরুরি হস্তক্ষেপের’ আহ্বান জানানো হয়েছে।