ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের জন্য বিশ্ব সম্প্রদায়ের কাছে দাবি জানিয়েছে বাংলাদেশ শান্তি পরিষদ। একইসঙ্গে ফিলিস্তিনের গাজাসহ বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর বর্বর হত্যাকাণ্ডের দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতারের দাবিও জানিয়েছে সংগঠনটি।
শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ শান্তি পরিষদের উদ্যোগে প্রতিবাদ সমাবেশে বক্তারা এসব দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন ফিলিস্তিনের গাজাসহ বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদে সারা পৃথিবী উত্তাল। বিশ্ব জনমত এই গণহত্যার অবসান চায়। কিন্তু সাম্রাজ্যবাদী শক্তির সরাসরি মদদে মানবতাবিরোধী ইসরায়েলি জায়নবাদী শক্তি অব্যাহতভাবে এই গণহত্যা চালিয়ে যাচ্ছে। জাতিসংঘ সনদ এবং সব আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এই নির্মম হত্যাকাণ্ড চলছে। হাসপাতাল, নারী-শিশু কেউই রেহাই পাচ্ছেন না।
বক্তারা আরও বলেন, মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে আন্তর্জাতিক আদালতের নির্দেশনা অনুযায়ী গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। অবিলম্বে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে অসাম্প্রদায়িক স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার আর কোনো বিকল্প নেই।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য ও সিপিবির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলম।
এ সময় বক্তব্য রাখেন শান্তি পরিষদের সম্পাদকমণ্ডলীর সদস্য হাসান তারিক চৌধুরী, অধ্যাপক এম এম আকাশ, আসলাম খান, খেতমজুর সমিতির সভাপতি অধ্যাপক ডা. ফজলুর রহমান, শ্রমিক নেতা কে এম মিন্টু, মুর্শিকুল ইসলাম শিমুল, সেকান্দার হায়াৎ, সিপিবি ঢাকা নগর নেতা ফিরোজ আলম মামুন, কৃষক নেতা মানবেন্দ্র দেব, যুব ইউনিয়ন সভাপতি খান আসাদুজ্জামান মাসুম, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ প্রমুখ।