‘হোটেল তেহরান’ ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী শাসক গোষ্ঠী ইসরায়েলের নতুন চলচ্চিত্র প্রকল্প। সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের সহযোগিতায় ইসরায়েলের চলচ্চিত্র নির্মাণের পরিমাণ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে তাদের প্রধান টার্গেট ইরান। এইসব চলচ্চিত্রের শিরোনামে ‘তেহরান’ নামটি অনেক বার এসেছে। এবার ‘হোটেল তেহরান’ নামে আরেকটি ইরানবিরোধী চলচ্চিত্র নির্মাণের প্রস্তুতি নিচ্ছে তারা।
‘তেহরান হোটেল’ অ্যাকশানধর্মী চলচ্চিত্রে ইসরাইলের ইরানবিরোধী গোয়েন্দা সংস্থার ব্যর্থতাকে আড়াল করে বরং ইরানের বিরুদ্ধে তাদের বিভিন্ন পদক্ষেপকে ইসরায়েলের জন্য বিজয় হিসেবে তুলে ধরা হবে। ‘হোটেল তেহরান’-এর শুটিং আগামী মে মাসে শুরু হবে। এমন সময় এই ফিল্ম তৈরির কাজ শুরু হতে যাচ্ছে যখন এর পরিচালক গাই মোশে তার চতুর্থ সিনেমার শুটিং-এর কাজে ব্যস্ত এবং ইসরায়েলের বাইরে তার কোন খ্যাতি নেই।
দৃশ্যত, চারটি স্বাধীন চলচ্চিত্র প্রযোজনা সংস্থা চলচ্চিত্র নির্মাণের সাথে জড়িত, যারা সবচেয়ে অখ্যাত আন্তর্জাতিক চলচ্চিত্র প্রযোজনা সংস্থাগুলোর মধ্যে পড়ে। ‘তেহরান হোটেল’ ফিল্মের প্রযোজনা প্রক্রিয়ায় এই অজানা ও অখ্যাত বিনিয়োগকারীদের উপস্থিতি এবং বাযেল বাসির মতো সিআিইএর কর্তাব্যক্তির উপস্থিতি থেকে বোঝা যায়, চলচ্চিত্রটি মোসাদের নির্দেশনায় উদ্দেশ্যমূলকভাবে তৈরি হবে।
চলচ্চিত্র বিষয়ক বিশেষজ্ঞদের মতে, এই ছবিটি সম্ভবত কেবলমাত্র ইসরাইলে উগ্র ও চরমপন্থী এবং যুদ্ধবাজরাই পছন্দ করতে পারে এবং ইসরাইলের বাইরে এটির দর্শক জনপ্রিয়তা থাকবে না। সূত্র: পার্স টুডে।