ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, গাজা উপত্যকা ও পশ্চিম তীরে আমাদের জনগণের বিরুদ্ধে একযোগে আমরা ‘বর্বরোচিত আগ্রাসন ও গণহত্যা’র মুখোমুখি হচ্ছি।
তিনি বলেন, এটি ফিলিস্তিনিদের অস্তিত্বের বিরুদ্ধে, ফিলিস্তিনি জাতীয় পরিচয়, ভূমির পরিচয় এবং এর বাসিন্দাদের পরিচয়ের বিরুদ্ধে একটি যুদ্ধ।
মাহমুদ আব্বাস বলেন, গাজায় নিহতরা ‘দখলদার এবং যারা এর পেছনে সমর্থন দিচ্ছে, যুদ্ধাপরাধের বিষয়ে নীরব থাকছে’ তাদের জন্য অভিশাপ হবে।
তিনি বলেন, ফিলিস্তিন আমাদের একমাত্র মাতৃভূমি যা আমরা বিকল্প হিসাবে গ্রহণ করব না। দখলদারদের অবশ্যই আমাদের ভূমি ছেড়ে চলে যাওয়া উচিত।
আল জাজিরার খবরে বলা হয়েছে, যুদ্ধের ৪০তম দিনে এসে কড়া বার্তা দিলেন মাহমুদ আব্বাস। মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন সরকার ইসরায়েল অধিকৃত পশ্চিমতীর নিয়ন্ত্রণ করে থাকে।