ইসরায়েলের অপরাজেয় ভাবমূর্তি ভেঙে দিয়েছে হামাস : ইরান

0

হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া তেহরানে ইরানের চিফ অব স্টাফ মোহাম্মাদ বাঘেরির সঙ্গে সাক্ষাৎ করেছেন। ইরানি গণমাধ্যম এ খবর জানিয়েছে।

বৈঠকে বাঘেরি বলেন, ‘ইরানের ইসলামিক বিপ্লবের পর থেকে ফিলিস্তিন ইস্যু ইসলামি প্রজাতন্ত্রের অন্যতম প্রধান কৌশল ও লক্ষ্য।’

যুদ্ধে হামাসের লক্ষ্যের কথা উল্লেখ করে বাঘেরি বলেন, আমেরিকানরা যদি ইহুদিবাদী সরকারকে সহায়তা না করতো, তাহলে এতদিনে নিশ্চিতভাবে তাদের পতন ঘটতো।

হানিয়াকে উদ্ধৃত করে ইরানি গণমাধ্যমে বলা হয়েছে, গত ৭ অক্টোবর ইসরায়েলের ওপর হামলা ফিলিস্তিনি জনগণের বাণী বিশ্বের কানে পৌঁছে দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here