জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই নিন্দা জানায়। এতে বাংলাদেশ ইসরায়েলের আক্রমণ ও আগ্রাসন পুরোপুরি প্রত্যাখ্যান করে।
জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় ৮ ফিলিস্তিনি নিহত এবং ৫০ জনেরও বেশি আহত হয়। ফিলিস্তিনিদের বিরুদ্ধে বারবার ইসরায়েলের আক্রমণ ও আগ্রাসন, মাত্রাতিরিক্ত ও নির্বিচার বল প্রয়োগের ফলে বেসামরিক লোকজনের প্রাণহানি ঘটে।
একটি দ্বি-রাষ্ট্র সমাধানের ভিত্তিতে ফিলিস্তিনের একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশ তার অবস্থান পুনর্ব্যক্ত করছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানায়, ফিলিস্তিন সমস্যার স্থায়ী সমাধান শুধুমাত্র সংলাপ ও কূটনীতির মাধ্যমেই সম্ভব। এ লক্ষ্যে কাজ করতে বাংলাদেশ সব পক্ষকে আহ্বান জানিয়েছে।