গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় মোট ২৩ হাজার ৩৫৭ ফিলিস্তিনি নিহত ও ৫৯ হাজার ৪১০ জন আহত হয়েছে। যদিও প্রকৃত সংখ্যা এর থেকে অনেক বেশি।
হামাস পরিচালিত মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৪৭ ফিলিস্তিনি নিহত ও ২৪৩ জন আহত হয়েছে।