হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত ২৪ ঘণ্টায় ৭০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।
গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় এক আপডেটে জানিয়েছে, ৭ অক্টোবর থেকে গাজায় কমপক্ষে ৫ হাজার ৭৯১ জন নিহত হয়েছে। এটি সোমবার ঘোষিত সংখ্যার তুলনায় ৭০০ এর বেশি।
এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের এক মুখপাত্র বলেছেন, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় এখন পর্যন্ত ১২ জন ব্রিটিশ নিহত হয়েছেন বলে জানা গেছে।
সরকারের মন্ত্রী ভিক্টোরিয়া অ্যাটকিনস মঙ্গলবার সকালে জানিয়েছেন, ১০ জন মারা গেছেন এবং ছয়জন নিখোঁজ রয়েছেন।