ইসরায়েলি সেনা ও সামরিক যান লক্ষ্য করে কাসেম ও আল-কুদস ব্রিগেডের হামলা

0

গাজার ব্রিগেড ঘোষণা করেছে খান ইউনিসের পশ্চিমে ইসরায়েলের একদল পদাতিক বাহিনী প্রবেশ করার সাথে সাথে তাদের যোদ্ধারা একটি ভবনের কক্ষে বিস্ফোরণ ঘটাতে সক্ষম হয়েছে। এতে অন্তত তিন সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে সশস্ত্র বাহিনী।

একই এলাকায় তিনটি ইসরায়েলি বুলডোজার ও একটি মারকাভা ট্যাংককে লক্ষ্য করে ট্যান্ডেম ও ইয়াসিন ১০৫টি মর্টার শেল নিক্ষেপ করা হয়।

তেল আবিব থেকে আল জাজিরার প্রতিনিধি জানিয়েছেন, নিহত ইসরায়েলি সেনার সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় তারা শোকাহত অবস্থায় রয়েছেন। হয়তো একটা উপলব্ধি আছে যে, ইসরায়েলের সব সামরিক শক্তি আসলে এই মুহূর্তে খুব বেশি অর্জন করছে না।

গাজায় এখনও হামাসের হাতে ইসরায়েলি নাগরিকরা বন্দি রয়েছে এবং প্রাণ হারানো সৈন্যের সংখ্যাও বাড়ছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here