ফিলিস্তিনের জেনিনে ইসরায়েলি সেনাদের হামলায় ২ ফিলিস্তিনি শহীদ হয়েছে। আজ সকালে জেনিন শহর এবং পশ্চিম তীরের শরণার্থী শিবিরে ইহুদিবাদী সেনাদের এ হামলায় আরও ৬ ফিলিস্তিনি আহত হয়। আহতদের মধ্যে ২ জন ত্রাণকর্মীও রয়েছে। আল-মায়াদিন টিভি চ্যানেল স্থানীয় সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে বলে বার্তা সংস্থা ইরনা জানিয়েছে।
মায়াদিন আরও জানায় আল-খালিল শহর এবং সেখানকার শরণার্থী শিবিরে ইহুদিবাদী বিশেষ ফোর্স ঢুকে পড়ে। তারা ফিলিস্তিনীদের বাড়ির ছাদে উঠে পড়ে। এরপর ইহুদিবাদী সেনাদের সামরিক যানগুলো শহরে হামলা চালায়। ফিলিস্তিনী সংগ্রামীরা পাল্টা জবাব দিলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। শহীদ খালিল সোলায়মান হাসপাতালের কাছে এই সংঘর্ষ বাধে। দখলদার সেনারা জেনিন শরণার্থী শিবিরে যুদ্ধের বুলেট ব্যবহার করে।
সর্বশেষ খবরে জানা গেছে ফিলিস্তিনী সংগ্রামীদের পাল্টা জবাবে দখলদার সেনারা জেনিন শরণার্থী শিবির থেকে পিছু হটে গেছে। এদিকে জেহাদে ইসলামি ফিলিস্তিনের সামরিক শাখা কুদস ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে দখলদার সেনাদের আজকের হামলার যথাযথ জবাব দেওয়া হবে। সূত্র : পার্সটুডে।