ইসরায়েলি সেনাবাহিনীর ট্যাংক চুরি, মিলল ভাগাড়ে!

0

উত্তর ইসরায়েলের একটি সামরিক ঘাঁটি থেকে একটি ট্যাংক চুুরি হয়ে যায়। পরে সেটি একটি ভাগাড়ে ( পুরাতন জিনিস যেখানে ফেলা হয়) পাওয়া গেছে। ইসরায়েলের পুলিশ এই তথ্য জানিয়েছে। 

এর আগে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইসরায়েলের উত্তরে ইলিয়াকিম ইন্টারচেঞ্জের কাছে একটি সেনা প্রশিক্ষণ ঘাঁটি থেকে  ট্যাঙ্কটি চুরির তথ্য জানিয়েছিল।

চুরি হওয়া ট্যাংকটি শনাক্ত করার পর প্রতিরক্ষা মন্ত্রণালয়ে একটি বিজ্ঞপ্তি পাঠানো হয়। পরে পুলিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে যৌথ তদন্ত শুরু করে।

ইসরায়েল সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ট্যাংকটি মারকাভা এমকে ২-এর চেসিস ছিল। বহু বছর আগে এটা বাতিল ( প্রত্যাহার) করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, এটা যুদ্ধের কোনো উপকরণ ছিল না এবং এর সিস্টেমও কাজ করে না। ট্যাংকটি একটি ফায়ারিং এলাকায় অবস্থান করছিল যা যে কোনো পথচারীর জন্য উন্মুক্ত ছিল।  সৈন্যদের অনুশীলনের জন্য এটি একটি স্থির যানবাহন হিসাবে ব্যবহৃত হতো।

বিবৃতিতে বলা হয়, ট্যাংকটি ‘নিরাপত্তা ব্যবস্থায় ফিরিয়ে আনা হয়েছে’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here