যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন পশ্চিম তীরে সহিংসতা কমাতে ইসরায়েলি নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
আল জাজিরার খবরে বলা হয়েছে, এমন এক সময় অস্টিন এই আহ্বান জানালেন যখন পশ্চিম তীরে সহিংসতা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। দুই মাসে অন্তত ১৬০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।
এক বৈঠকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়ায়োভ গ্যালান্টকে অস্টিন বলেন, ‘বসতি সম্প্রসারণসহ যেসব কর্মকাণ্ড আরও নিরাপত্তাহীনতা তৈরি করে, যুক্তরাষ্ট্র তার বিরোধিতা করে। এ সময় খোলাখুলিভাবে তিনি বলেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি সেটলারদের সহিংসতায় যুক্তরাষ্ট্র বিরক্ত।’