গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের উৎখাতের বিষয়ে ইসরায়েলি মন্ত্রীদের ‘বেফাঁস’ মন্তব্যের বিরুদ্ধে কঠোর বার্তা দিল মার্কিন যুক্তরাষ্ট্র।
সম্প্রতি ফিলিস্তিনিদের গাজা উপত্যকা থেকে তাড়ানোর আকাঙ্ক্ষা জানিয়ে মন্তব্য করেন ইসরায়েলের অর্থমন্ত্রী মন্ত্রী বেজালেল স্মোটরিচ এবং প্রতিরক্ষামন্ত্রী ইতামার বেন গেভি। তাদের এই মন্তব্যকে তাকে দায়িত্বহীন এবং উসকানিমূলক বলে নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার এ সম্পর্কে বলেন, “ইসরায়েলের দুই মন্ত্রী বেজালেল স্মোটরিচ এবং ইতামার বেন গেভির যে মন্তব্য করেছেন, তা স্পষ্টভাবে দায়িত্বহীন এবং উসকানিমূলক। এ ধরনের মন্তব্য মোটেই সমর্থনযোগ্য নয় এবং যুক্তরাষ্ট্রের সরকার ইসরায়েল ইস্যুতে যে নীতি অনুসরণ করে— তার সঙ্গেও সঙ্গতিপূর্ণ নয়।”
তিনি বলেন, “ভবিষ্যতে মন্ত্রিসভার সদস্যরা যেন এ ধরনের বেফাঁস কোনও মন্তব্য না করেন, সেজন্য ব্যবস্থা নিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানানো হচ্ছে।”
মঙ্গলবার ইসরায়েলে এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী বেজালের স্মোটরিচ বলেন, গাজা উপত্যকায় বসবাসরত ফিলিস্তিনিদের অবশ্যই উপত্যকা ছেড়ে অন্য কোথাও চলে যেতে হবে।
একই দিন ভিন্ন একটি অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী বেন গেভির মন্তব্য করেন, “এই যুদ্ধ গাজাবাসীর সমানে অন্যদেশে অভিবাসনের সুযোগ এনে দিয়েছে। এই সুযোগ হারানো তাদের জন্য উচিত হবে না।” সূত্র: আনাদোলু এজেন্সি, রয়টার্স, ইউএস অ্যাম্বাসি