ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনের প্রখ্যাত বিজ্ঞানী নিহত

0

গাজা উপত্যকার উত্তরাঞ্চলীয় আল-ফালুজা শহরে ইসরায়েলের বিমান হামলায় ফিলিস্তিনের প্রখ্যাত বিজ্ঞানী সুফিয়ান তায়েহ নিহত হয়েছেন। শনিবার ফিলিস্তিনি উচ্চ শিক্ষাবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় তার পরিবারের অন্যান্য সদস্যরাও প্রাণ হারিয়েছেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর গাজা থেকে ৩০ কিলোমিটার দূরে আল-ফালুজা শহরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। হামলায় ফিলিস্তিনের প্রখ্যাত বিজ্ঞানী সুফিয়ান তায়েহ এবং তার পরিবারের সদস্যরা নিহত হয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা বলছে, অবরুদ্ধ উপকূলীয় উপত্যকার বৃহত্তম ইসলামিক বিশ্ববিদ্যালয়ের প্রধান ছিলেন তায়েহ। বিশ্বসেরা শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছিলেন তিনি।

বিজ্ঞানী সুফিয়ান তায়েহ ফিলিস্তিনে ইউনেস্কোর জ্যোতির্বিদ্যা, জ্যোতির্পদার্থবিদ্যা এবং মহাকাশ বিজ্ঞান শাখার চেয়ারপারসন নিযুক্ত হয়েছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here