ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ৩ ফিলিস্তিনি নিহত

0

অধিকৃত পশ্চিম তীরে অভিযানের সময় ইসরায়েলি বাহিনীর হাতে আরও তিন ফিলিস্তিনি নিহতের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আরো প্রায় ২৯ জন আহত হয়েছেন। সোমবার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলেছে, ‘জেনিনের ওপর চলমান (ইসরায়েলি) আগ্রাসনের ফলে দুইজন শহীদ এবং ২৯ জন আহত হয়েছে।’ খবর আরব নিউজের

জানা গেছে, নিহত তিন ফিলিস্তিনিদের মধ্যে একজন নাবালক। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতদের শনাক্ত করেছে খালেদ দারবিশ (২১), কাসাম সারিয়া (১৯) এবং আহমেদ সাকার (১৫)। ইসরায়েলি সামরিক বাহিনী এখনও এই ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করেনি। যদিও ইসরায়েলি মিডিয়া বলছে, ইসরায়েলি সেনারা আহত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here