অধিকৃত পশ্চিম তীরের এক শরণার্থী শিবিরে আরও এক ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার ভোরের দিকে এই ঘটনা ঘটে। নিহত তরুণের নাম মাহমুদ জারাদ। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা এ তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরার।
বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী তুলকারেম শরণার্থী শিবিরে অভিযান চালানোর সময় তার বুকে গুলি করে। ইসরায়েলি সৈন্যরা গুলি ছোড়ার পাশাপাশি টিয়ার গ্যাস ছোড়ে এবং ক্যাম্পের বাসিন্দাদের বাড়ির ছাদে স্নাইপার বসায়। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন।