অধিকৃত পশ্চিম তীরের নাবলুসে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও চারজন। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ও রেড ক্রিসেন্টের বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
যদিও এ বিষয়ে কোনও মন্তব্য করেনি ইসরায়েলের সামরিক বাহিনী।
অন্তত চার ফিলিস্তিনি বন্দুকের গুলিতে আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় রেড ক্রিসেন্ট। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। নাবলুসের পূর্ব অংশে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিরা প্রতিরোধ গড়ে তুলতে গেলে দুইপক্ষের সংঘর্ষ হয়। তখনই এ হতাহতের ঘটনা ঘটে।
চলতি মাসের শুরু দিকে জেনিন শরণার্থী শিবিরে সামরিক অভিযান চালায় ইসরায়েলি সেনাবাহিনী। ওই অভিযানে ১২ জন ফিলিস্তিনি নিহত হন। আহতের সংখ্যা শতাধিক। অভিযানের নামে তারা বেসামরিক অবকাঠামোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। সূত্র: আল জাজিরা