ইসরায়েলি বাস্কেটবল দলকে অনুশীলন করতে দেয়নি বার্সেলোনা

0
ইসরায়েলি বাস্কেটবল দলকে অনুশীলন করতে দেয়নি বার্সেলোনা

ইসরায়েলি বাস্কেটবল দল হাপোয়েল জেরুজালেমকে নিজেদের প্রশিক্ষণ কেন্দ্রে অনুশীলন করতে দেয়নি স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। ক্লাব সূত্র এএফপিকে বুধবার এই তথ্য নিশ্চিত করেছে।

আগামী সপ্তাহে ইউরোকাপ প্রতিযোগিতায় বাসি মানরেসার বিরুদ্ধে ম্যাচের আগে হাপোয়েল জেরুজালেম বার্সেলোনার পালাউ ব্লাউগ্রানা কোর্টে অনুশীলন করতে চেয়েছিল। কিন্তু কাতালান ক্লাবটি লজিস্টিক (যোগাযোগ ও পরিচালনাগত) ও জনশৃঙ্খলাজনিত কারণ দেখিয়ে তাদের এই অনুরোধ প্রত্যাখান করেছে।

ক্লাব সূত্রের ব্যাখ্যা অনুযায়ী, গাজা যুদ্ধের কারণে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ বাড়তে থাকায় তারা কোনো রকম সমস্যা চান না। এর পাশাপাশি, একই দিনে বার্সার হ্যান্ডবল ম্যাচের প্রস্তুতিও শুরু হবে। হাপোয়েলকে তাদের প্রতিপক্ষ মানরেসার কোর্ট ব্যবহারের অনুমতি দিতে হবে বলেও জানানো হয়েছে।

বিডিএস আন্দোলন আগামী ১৫ই অক্টোবর ইউরোকাপ প্রতিযোগিতায় হাপোয়েল জেরুজালেম এবং বাসি মানরেসার ম্যাচটি বাতিলের দাবি জানিয়েছে। একই দিনে ইউরোলীগ প্রতিযোগিতায় ইজরায়েলের আরেক দল হাপোয়েল তেল আভিভের মুখোমুখি হবে ভ্যালেন্সিয়া বাস্কেট। এই ম্যাচটিও বাতিলের ডাক দিয়েছে বিডিএস আন্দোলন।

স্পেন সরকার ইজরায়েলের কার্যকলাপকে গণহত্যা বলে অভিহিত করেছে। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক খেলাধুলা থেকে ইসরায়েলি দলগুলোকে বাদ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here