ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিগত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ১৬৫ ফিলিস্তিনি। এছাড়া এই সময়ে মারাত্মকভাবে আহত হয়েছেন আরও ২৯০ জন।
হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় সময় এ খবর প্রকাশ করেছে তুর্কি গণমাধ্যম আনাদোলু এজেন্সি।
জাতিসংঘের সর্বোচ্চ আদালতের রায় ঘোষণার পরেও গাজায় ধ্বংসযজ্ঞ অব্যাহত রেখেছে তেল আবিব।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলের আকাশ ও স্থল হামলায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছে ২৬ হাজার ৪২২ ফিলিস্তিনি। যাদের বেশির ভাগই নারী এবং শিশু।
এছাড়া হামলায় আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ হাজার ৮৭ জনে।
জাতিসংঘ বলছে, গাজায় ইসরায়েলি অবরোধের ফলে খাদ্য, ওষুধ ও বিশুদ্ধ পানির তীব্র সংকটে রয়েছেন অন্তত ৮৫ শতাংশ বাসিন্দা। সূত্র: আনাদোলু এজেন্সি